নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শ্যামনগর :: বুধবার ২১,জানুয়ারি :: মদের আসরে যুবকের হাতে খুন এক মাঝ বয়সী ব্যাক্তি। শ্যামনগর ২২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় রাতে বেলায় তিনজন মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে বসচায় জড়িয়ে পড়েন।

মৃতের শালীকা কান্তি বাস্ফোর
তারপরেই বিরজু বাস্ফোর নামে বছর পঞ্চাশের ব্যক্তির গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে দেয় অমিত নামে এক যুবক। রক্তাক্ত অবস্থায় ২২ রেলগেট সংলগ্ন এলাকাতেই পড়ে যান তিনি।
তারপরই তাকে স্থানীয়রা ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। যদিও ঘটনার পরেই মূল অভিযুক্তকে অমিত চৌধুরী কে গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ।

