নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ২১,জানুয়ারি :: প্রেমের সম্পর্কে অন্ধ হয়ে নিজের স্বামীকে খুন করার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকায়, আসানসোল পুরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের পরিহারপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সঞ্জীব বাউরি। অভিযোগ, তার স্ত্রী মৌসুমি বাউরি দীর্ঘদিন ধরে অভিরাম বাউরির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। প্রেমিক অভিরাম বাউরি মৌসুমিকে বিয়ে করতে না পারায়, সঞ্জীব বাউরিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল।
সুযোগ পেয়েই মৌসুমি ও অভিরাম একসঙ্গে পরিকল্পনা করে সঞ্জীব বাউরিকে খুন করে বলে অভিযোগ।
এই ঘটনার বিস্তারিত তথ্য দিতে শ্রীপুর ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ধ্রুব দাস। তিনি জানান, প্রাথমিক তদন্তে এটি একটি প্রেমঘটিত খুনের ঘটনা বলেই জানা গেছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্ত্রী মৌসুমি বাউরি ও তার প্রেমিক অভিরাম বাউরি নিজেদের অপরাধ স্বীকার করেছে।
ডিসি ধ্রুব দাস আরও জানান, ধৃতদের আসানসোল আদালতে পেশ করে পুলিশ রিমান্ড চাওয়া হবে। পাশাপাশি ঘটনার ফোরেন্সিক তদন্তের আবেদন করা হয়েছে। ফোরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছালে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, অভিযুক্ত অভিরাম বাউরি দাবি করেছে, সে কোনও খুন করেনি এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তবে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত এখনও চলছে।

