সিআইটিইউ-সহ বাম গণ সংগঠনগুলির ডাকে বুধবার বারুইপুর মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান রাস্তা অবরোধ বিক্ষোভ কর্মসূচি হল।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: এসআইআর শুনানিতে হয়রানির প্রতিবাদে, নির্ভুল ভোটার তালিকা প্রকাশের দাবিতে সিআইটিইউ-সহ বাম গণসংগঠনগুলির ডাকে বুধবার বারুইপুর মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান রাস্তা অবরোধ বিক্ষোভ কর্মসূচি হল।পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আনা শ্রম কোডের বিরোধিতাও করা হয় এই সভা থেকে। সারা ভারত খেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি তুষার ঘোষ জানান, শ্রম কোডের ফলে শ্রমিক তার ন্যায্য অধিকার হারাবে এই শ্রম কোডের বিরোধিতায় আগামী ১২ ই ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান তিনি।

মহকুমা শাসকের দপ্তরের সামনে কুলপি রোড কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের কুশ পুতুল ও পোড়ানো হয়।

অবস্থান কর্মসূচির পাশাপাশি এদিন নিজেদের দাবি-দাওয়া নিয়ে মহাকুমা শাসকের কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। সিআইটিইউ জেলা সম্পাদক দেবাশিস দে, সভাপতি দীপঙ্কর শীল, তুষার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =