নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: ভারত পেট্রোলিয়াম যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আজকের শিবির করলেন ভারত পেট্রোলিয়ামের কর্তৃপক্ষ
কোচবিহার ঘোকসাডাঙ্গা ছোট শিমুল বি পি সি এল সিটি গেট স্টেশন | সেখানেই রক্তদান শিবির আয়োজন করেন ভারত পেট্রোলিয়ামের কর্তৃপক্ষ । তাদের উদ্যোগে কুড়ি জন রক্তদাতা রক্ত দান করেন মানুষের প্রাণ বাঁচাতে। সমস্ত রক্ত কোচবিহার সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন ব্লাড সেন্টারের তুলে দিলেন
আজকের রক্তদান শিবিরের ভীষণভাবে সহযোগিতা করেছেন লায়েন্স ক্লাব অফ কোচবিহার গ্রেটার

