নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন কোচবিহার শহরের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। এমনই সিদ্ধান্ত নিল কোচবিহার পৌরবোর্ড।
উল্লেখ্য কুচবিহার পৌরসভার চেয়ারম্যান ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ তবে তাকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব যদিও কোচবিহার জেলা নেতৃত্বের এই সিদ্ধান্ত একেবারেই মানতে নারাজ ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ।
পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসার আগে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন রবীন্দ্রনাথ ঘোষ,এবং দেখা যায় কোচবিহার পৌরসভার পৌরবোর্ড এর সিদ্ধান্তে কোচবিহার পৌরসভার অন্তর্বতী চেয়ারম্যান হন কোচবিহার পৌরসভার উপ পৌরমাতা আমিনা আহমেদ।
অবশেষে সেই টাল বাহানার পর কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কোচবিহার শহরের পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। এদিন কোচবিহার পৌরসভার পৌরপতির ঘরে একটি বোর্ড মিটিং হয়
সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক, উপ পৌরমাতা আমিনা আহমেদ, সহ কোচবিহার পৌরসভার কুড়িটি ওয়ার্ডের কাউন্সিলর।

