নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি ::বাম যুব সংগঠনের তরফ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের ডেপুটেশন প্রদান কর্মসূচি। এদিন দুপুর নাগাদ ডিওয়াইএফআই তরফ থেকে কিছু দাবি উল্লেখযোগ্য
বন্ধ চা বাগান খুলতে হবে, চা শ্রমিকদের ন্যূনতম হাজিরা প্রদান করতে হবে, নেশা মুক্ত সমাজ গড়ে তোলবার ক্ষেত্রে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে।
শিলিগুড়ি মহকুমা ও শিলিগুড়ি পৌর এলাকায় রাস্তাঘাট মেরামত করতে হবে। এছাড়া আরো বেশকিছু দাবি-দাওয়া নিয়ে ডিওয়াইএফ এর তরফ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদে ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিকে ঘিরে প্রশাসন আগেভাগেই ছিল সতর্ক, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারিতে গোটা এলাকা ছিল ঘেরা ।

