চোখে জল নিয়ে স্বামীর শেষ ইচ্ছে পূরণ করলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: সুবিশাল দৃষ্টিনন্দন স্বর্গীয় পরেশ চন্দ্র রায় স্মৃতি মন্দিরের ফিতে কেটে উদ্বোধন করলেন স্ত্রী গীতা রায়। সালটা ২০২২, দুরারোগ্য ব্যাধিতে এই মন্দির তৈরীর ইচ্ছা নিয়েই পরলোক গমন করেন ধূপগুড়ির কালিরহাট বড়কালী মায়ের মন্দির সংলগ্ন এলাকা নিবাসী পরেশ চন্দ্র রায়।

ওনার মৃত্যুর কিছুদিন পর থেকেই এই মন্দির তৈরীর সিদ্ধান্ত নেন স্ত্রী গীতা রায়। শুধু তাই নয়, এর আগেও কালিরহাট বড়কালী মায়ের মন্দির কমিটিকে ভূমিদান, মন্দিরের শৌচালয় নির্মাণ এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের জমি দান করেন তিনি। স্বামী প্রয়াত হওয়ার পরে নিঃসন্তান হওয়ায় ধর্মজ্ঞানের দিকেই অগ্রসর হয় গীতা রায়ের মন।দীর্ঘ কয়েক মাস ধরে চলা মন্দিরের কাজ শেষ হয় গত কয়েকদিন আগে। এদিন বর্ণাঢ্য জলবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠান শুরু হয়। পরে নাম সংকীর্তনের মধ্য দিয়ে ফিতে কেটে মন্দির উদ্বোধন করা হয়। এদিন গীতা রায় প্রয়াত স্বামী পরেশ চন্দ্র রায়ের ছবিতে মাল্যদান করেন।

এরপর আমাদেরকে জানান স্বামীর শেষ ইচ্ছাটা পূরণ করলাম। আর কোন ইচ্ছা নেই আমার। তিনি এও বলেন আগামী তিনদিন ধরে নাম কীর্তন, মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। যে অনুষ্ঠানে স্থানীয় সহ প্রচুর মানুষের সমাগম হবে বলেই আশা করেন তিনি। তবে একলা গীতা রায়ের এমন সুন্দর উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =