নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বামনগোলা :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, বামনগোলা ব্লক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ধিক্কার দিবস পালন করা হলো। এদিন সকাল থেকে বামনগোলা ব্লকের মুদিপুকুর বাসস্ট্যান্ডে জড়ো হন ব্লকের বিভিন্ন এলাকার আশা কর্মীরা।
পরে সেখান থেকে একটি র্যালি বের করে তাঁরা বামনগোলা গ্রামীণ হাসপাতালের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগানের মাধ্যমে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা।
আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁরা ন্যায্য বেতন বৃদ্ধি, নিয়মিত ভাতা প্রদান, সামাজিক সুরক্ষা এবং কাজের স্বীকৃতিসহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই দাবিগুলি পূরণের আশায় তাঁরা কর্মবিরতিও পালন করছেন বেশ কিছুদিন ধরে।
সম্প্রতি কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানে অংশ নিলেও সেখানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তার ঘটনা ঘটে বলে অভিযোগ। অথচ তাঁদের কোনও দাবির ক্ষেত্রেই সরকার পক্ষ থেকে আশ্বাস বা ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি।

