নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কল্যাণী :: বৃহস্পতিবার ২২,জানুয়ারি :: রাত পোহালেই সরস্বতী পুজো নদীয়া জেলার অনান্য বারোয়ারী পুজোর মধ্যে কল্যাণী মাঝের চর নেতাজি সংঘ অন্যতম। এবার তাদের ৫৫ তম বর্ষে পদার্পণ।
এবারের ভাবনা প্রান্তজনের আত্মকথা। হারিয়ে যাওয়া কুটির শিল্প গুলো তুলে ধরছে সমগ্র মন্ডপে। মন্ডপ শিল্পী জানান প্রায় আড়াই মাস সময় লেগেছে মন্ডপ তৈরি করতে। মুলত বাঁশ ও মাটির তৈরী সরঞ্জাম দিয়ে বিভিন্ন শিল্প কলা তুলে ধরেছেন।
আয়োজকদের কাছ থেকে জানতে পারা যায়, যে বর্তমান ডিজিটাল যুগে এই সব কুটির শিল্প গুলো হারিয়ে যাচ্ছে। মুল স্রোতে সেই শিল্প ফিরিয়ে আনতে তাদের এবছর ৫৫ তম বর্ষে এক ভাবনা। প্রান্তজনের আত্মকথা। কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলের দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

