নদিয়াতে AI এর ছোঁয়া এ বার স্বরস্বতী প্রতিমায়।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শুক্রবার ২৩,জানুয়ারি :: নতুন প্রযুক্তির ছোঁয়ায় এ বার সরস্বতী প্রতিমা তৈরি হলো নদিয়ায়। উন্নত AI মডেলের আদলে ব্যতিক্রমী এই সরস্বতী প্রতিমা গড়ে উঠেছে শান্তিপুরের চৌগাছাপাড়া এলাকার মৃৎশিল্পী সনাতন পালের কারখানায়।

দিন যত এগোচ্ছে, ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমা তৈরির কাজে। রাত পোহালেই সরস্বতী পুজো, তাই খাওয়া-দাওয়ার সময় ভুলে মাটির কাজে মন দিয়েছেন শিল্পীরা। জানা গেছে, প্রায় এক মাস আগে ফুলিয়া এলাকার একটি ক্লাব এই বিশেষ প্রতিমার অর্ডার দেয়।

ক্লাবের তরফে একটি ছবি দেখানো হয়, সেই অনুযায়ী AI মডেলের আদলে প্রতিমাটি তৈরি করেন সনাতন পাল। প্রতিমাটির উচ্চতা প্রায় ৯ ফুট। চলতি রাস্তার ধারে কারখানা হওয়ায় প্রতিমার অভিনব রূপ দেখতে ভিড় জমাচ্ছেন পথচলতি মানুষ, তুলছেন ছবি।

বংশপরম্পরায় মৃৎশিল্পের সঙ্গে যুক্ত সনাতন পালের কারখানায় এ বছর মোট ৫৫টি সরস্বতী প্রতিমার বরাত এসেছে। তার মধ্যেই এই AI প্রযুক্তিনির্ভর প্রতিমাটি বিশেষ আকর্ষণ।

সনাতন পালের কথায়, “সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও নতুন ভাবনায় প্রতিমা তৈরি করতে শিখতে হচ্ছে। মানুষ এখন ব্যতিক্রম চায়।” সনাতন পাল বলেন এই প্রতিমার নাম দেওয়া হয়েছে কিউট সরস্বতী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =