নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: শুক্রবার ২৩,জানুয়ারি :: আজকে মেখলিগঞ্জ বিধানসভার নিজতরফ অঞ্চলের ৯১ নং বুথে তৃনমূলের দূর্নীতি ও চাকরি চুরির প্রতিবাদে তৃনমূল কংগ্রেস ও সিপিএম ছেড়ে ১৬ টি পরিবার বিজেপি দলে যোগদান করলেন।
নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়, মেখলিগঞ্জ ২ নং মন্ডলের সভাপতি বিমল রায়, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মন,
বিজেপি এস.সি মোর্চার কনভেনার জতুল বর্মন,কো কনভেনার কৃষ্ণ বর্মন, বিজেপি ২ নং মন্ডলের সহ সভাপতি যতীন্দ্র নাথ অধিকারী, অঞ্চল কনভেনার হরলাল সিংহ সরকার।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অঞ্চল কনভেনার অমর রায়,মন্ডল কোষাধ্যক্ষ মানিক অধিকারী,শক্তিকেন্দ্র প্রমুখ শান্ত বর্মন,রঞ্জিৎ কুমার রায়,শক্তিকেন্দ্র নেতা যোগেশ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

