সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৩,জানুয়ারি :: রাত পেরোলেই সরস্বতী পুজো। পুজোকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই শিলিগুড়ি শহরের বিভিন্ন রাস্তাঘাট দোকান বাজারে জনসমাগম ছিল বেশি অন্যদিনের তুলনায়।
আগামীকাল সরস্বতী পুজো হলেও এদিন বেশ কিছু সরস্বতী পূজোর উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়েছে। শিলিগুড়ির কলেজ পাড়া এলাকায় বেশ কিছু নজর কাড়া পুজো অনুষ্ঠিত হয়। পুজোকে ঘিরে বিভিন্ন কর্মসূচিও করা হয়ে থাকে পুজোর দিনে।
এদিন সন্ধ্যায় কলেজ পাড়া সরস্বতী পুজো কমিটির পূজোর উদ্বোধন হলো। উদ্যোক্তারা জানিয়েছেন এবার তাদের পূজো ২৪ তম বর্ষে পদার্পণ করল। পাশাপাশি তারা আরও জানিয়েছেন সরস্বতী পুজোকে কেন্দ্র করে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাদের।

