বালিগঞ্জ সায়েন্স কলেজে সরস্বতী পুজোর থিম এসআইআর।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৩,জানুয়ারি :: বালিগঞ্জ সায়েন্স কলেজে সরস্বতী পুজোর থিম এসআইআর। এসআইআর-এর কারণে বাংলার মানুষের হয়রানি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে না দেওয়া,আত্মহত্যা এই সবকিছুই উঠে এসেছে বাগদেবীর থিমে ৷ মায়ের মূর্তির পিছনে ফুটবল বার যা দিয়ে ২৫০+ লেখা জার্সিতে খেলা হবের টার্গেট। সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে বাজবে উন্নয়নের পাঁচালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 8 =