নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৩,জানুয়ারি :: এবার বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নিমদহ শিশু শিক্ষা কেন্দ্রে পুজো হয়নি স্কুলে। স্কুলের গেটে ঝুলছে তালা। সকাল নাগাদ ছোট ছোট স্কুলের পড়ুয়ারা স্কুলে এসে ফিরে যেতে হচ্ছে তাদের।
কোন আগাম নোটিশ ছাড়াই স্কুলে পুজো না হওয়াই ক্ষোভে ফুসছে অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা। অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকাকে পুজো না হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানিয়ে দেন পুজো হবে না।
পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নিমদহ শিশু শিক্ষা কেন্দ্র। স্কুলটি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত। পড়ুয়ার সংখ্যা ৯০ এর বেশি। পাশাপাশি এই স্কুল চত্বরেই চলে আরো দুটো অঙ্গনওয়াড়ি সেন্টার।
প্রতিবার পুজো হলেও আজ সরস্বতী পুজোর দিনে স্কুলে পুজো হয়নি। পুজো হবে না এমন কোন কারণও জানানো হয়নি স্কুলের তরফ থেকে বলে জানাচ্ছে অভিভাবকেরা।
সকাল নাগাদ স্কুলের পড়ুয়ারা তারা স্কুলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য উপস্থিত হলে দেখা যায় স্কুলে গেটে তালা ঝুলছে। প্রধান শিক্ষিকাকে ফোন করা হলে অভিযোগ, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুজো হবে না। কার্যত এই ঘটনায় কুলের সামনে ক্ষোভে ফেটে পড়ে অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা।
যদিও শেষ পর্যন্ত গ্রামবাসীদের উদ্যোগে স্কুলের তালা দেওয়া গেটের ঠিক সামনেই ঠাকুর এনে পুজো করার পরিকল্পনা করেছে। এই ঘটনায় নিন্দা করেছে বিজেপি।যদিও এখনো এই প্রসঙ্গে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। পাশাপাশি দুফুর নাগাদ স্কুলের প্রধান শিক্ষিকা স্কুলে এসে ভুল স্বীকার করেন।

