কাঠামিয়া মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মহা সরস্বতী পূজা।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ২৩,জানুয়ারি :: কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মহা সরস্বতী পূজা।বিদ্যা, বুদ্ধি ও সৃজনশীলতার দেবী মা সরস্বতীর আরাধনায় দিনভর মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর।এদিন সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।

নিয়ম মেনে পুরোহিতদের দ্বারা বিশেষ পূজা, অঞ্জলি ও আরতি সম্পন্ন হয়। কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ মা সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে বিদ্যা ও মঙ্গলের কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − nine =