নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শুক্রবার ২৩,জানুয়ারি :: বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতীর আরাধনায় সরগরম হয়ে উঠল মাথাভাঙ্গা শহর। সরস্বতী পুজোর দিন মাথাভাঙ্গার মালিবাগান পার্কে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ছাত্রছাত্রী, যুবক-যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ দেবী দর্শনের পর ভিড় জমান এই জনপ্রিয় উদ্যানে। হলুদ-বাসন্তী রঙের পোশাকে সেজে ওঠা ছাত্রীদের উপস্থিতিতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের পুজো দেখতে মানুষজন একে অপরের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। মালিবাগান পার্ক চত্বরেও সাজসজ্জা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
উৎসবের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়। ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই পালিত হলো সরস্বতী পুজো।
সরস্বতী পুজোর এই আনন্দঘন মুহূর্তে মালিবাগান পার্ক যেন পরিণত হয়েছিল মিলনক্ষেত্রে—যেখানে ভক্তি, আনন্দ ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ধরা পড়ে
