নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: শনিবার ২৪,জানুয়ারি :: পুলিশি হেনস্তার অভিযোগে আশা কর্মীরা আজ বাদুড়িয়ার চৌমাথায় অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পরে থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে।
তখনই বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি ও তর্কাতর্কি শুরু হয় আশা কর্মীদের।
রীতিমতো অশান্ত হয়ে ওঠে বাদুড়িয়া থানা এলাকা ।

