নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ২৪,জানুয়ারি :: মাঝরাতে রণক্ষেত্র বাঁকুড়ার ওন্দা বিধানসভার নন্দনপুর এলাকা। বিজেপির শক্তিপ্রমুখ তথা সোশ্যাল মিডিয়া সেলের নেতা তাপস বারিকের অভিযোগ, রাতে দলীয় কর্মী সম্মেলন সেরে বাড়ি ফেরার পরই তার ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী।
স্থানীয় সূত্রে খবর, তাপস বারিক বাড়িতে ঢোকা মাত্রই প্রথমে তার ওষুধের দোকানে চড়াও হয় দুষ্কৃতীরা। চলে ব্যাপক ভাঙচুর ও লুঠপাট। কিন্তু এখানেই শেষ নয় , অভিযোগ উঠেছে আরও মারাত্মক।
দুষ্কৃতীরা তাপস বারিকের বাড়ির সদর দরজায় বাইরে থেকে শিকল তুলে দেয়, যাতে কেউ বেরোতে না পারেন। এরপর পেট্রোল ঢেলে দরজায় আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।পৌঁছায় ওন্দা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই পরিকল্পিত হামলা চালিয়েছে। বিজেপি নেতার পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার ছক কষা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

