অযোধ্যা রাম মন্দিরের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সীতারামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আকর্ষণের কেন্দ্রে ছৌ নৃত্য

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: সীতারামপুর :: শনিবার ২৪,জানুয়ারি :: অযোধ্যায় শ্রী রামলালার জন্মস্থানে নির্মিত শ্রী রাম মন্দিরের তৃতীয় বর্ষের স্থাপনা দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুরে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়।

সীতারামপুরের সমাজসেবী সংস্থা আদিকরনা ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা সীতারামপুর থেকে শুরু হয়ে স্টেশন রোড অতিক্রম করে নিয়ামতপুর জিটি রোড হয়ে নিয়ামতপুর দেবী মন্দিরে পৌঁছায়।

সেখানে পূজা ও ধর্মীয় আচার সম্পন্ন হওয়ার পর শোভাযাত্রাটি পুনরায় সীতারামপুরে ফিরে এসে সমাপ্ত হয়।

শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল পুরুলিয়া জেলা থেকে আগত শিল্পীদের পরিবেশিত ঐতিহ্যবাহী ছৌ নৃত্য, যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। এছাড়াও, বিপুল সংখ্যক স্থানীয় যুবতী কলস ও ধর্মীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা গোটা অনুষ্ঠানকে আরও বর্ণাঢ্য করে তোলে।

ধর্মীয় আবহ, ঐতিহ্যবাহী নৃত্য ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সীতারামপুরে রাম মন্দিরের স্থাপনা দিবস এক উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + four =