কাঁকসার জাঠগড়িয়া পেপার মিলের গেটের সামনে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শনিবার ২৪,জানুয়ারি :: কাঁকসার জাঠগড়িয়া পেপার মিলের গেটের সামনে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষকে ঘিরে ধরে চলে প্রতিবাদ, যার জেরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্বরে।

এদিন সকাল থেকেই একাধিক শ্রমিক কারখানার প্রধান গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, প্রায় আড়াই মাস ধরে তাদের মজুরি দেওয়া হয়নি। শুধু তাই নয়, সম্প্রতি ঠিকাদার বদল হওয়ায় কোনও পূর্ব নোটিস ছাড়াই তাদের কাজ থেকেও বসিয়ে দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে মজুরি বকেয়া থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা, এমনই অভিযোগ শ্রমিকদের।।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

তারা শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন এবং ন্যায্য দাবি আদায়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা জানান। শ্রমিক সংগঠনের এই আশ্বাসে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

বিক্ষোভকারী শ্রমিক সত্যজিৎ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত তাদের বকেয়া মজুরি মেটানো না হলে এবং পুনরায় কাজে ফেরানোর ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।

শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, রাজ্যের মা মাটি মানুষের সরকার শ্রমিকদের পাশে আছে। সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে। তারপরেও যদি আড়াই মাস ধরে মজুরি না দেওয়া হয় শ্রমিকদের তাহলে তো সমস্যা হবেই।

তবে কেন দেওয়া হচ্ছে না মজুরি সেই বিষয়টি নিয়েও আমরা দেখছি। যদিও এ বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চায়নি কারখানা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − six =