সরস্বতী পূজোর থিমে চন্দ্রযান থ্রি কে ফুটিয়ে তুলল তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের তিন ছাত্র

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শনিবার ২৪,জানুয়ারি :: বীরভূমের দুবরাজপুর ব্লকের গোগালীয়াড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া নব কিশোর বিদ্যানিকেতনের একাদশ শ্রেণির তিন বিজ্ঞান বিভাগের ছাত্র প্রদ্যুৎ দে,দেব মাল্য দাস,দীপ কর্মকার, চন্দ্রযান থ্রি থিম তৈরি করে আলোর অন দৃষ্টান্ত স্থাপন করলো।

এই তিন ছাত্রকে এই থিম করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুবীর ঘোষ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। চন্দ্রযান থ্রি শুধুমাত্র একটি মহাকাশ অভিযান নয় বরং লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর স্বপ্ন দেখার অনুপ্রেরণা সেই ভাবনাকে সামনে রেখে এই থিম তৈরি করা হয়েছে।

বিদ্যার দেবী মা সরস্বতীর কৃপায় মানুষ জ্ঞান-বুদ্ধি ও সৃজনশীলতার আলোয় আলোকিত হয়। চন্দ্রযান থ্রি আধুনিক ভারতের বিজ্ঞান চর্চা গবেষণা ও আত্মনির্ভরতার এক গৌরবজ্জ্বল প্রতীক।

বর্তমানে তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতন শুধুমাত্র পড়াশুনায় সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা বিজ্ঞান চর্চা সংস্কৃতিক ভাবনা খেলাধুলা শরীরচর্চায় বীরভূমের উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্বভাবতই এ বছরের এই চন্দ্রযান থ্রি থিম তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনকে জনপ্রিয়  বিজ্ঞানের উচ্চ শিখরে পৌঁছে দেবে সে কথা বলার অপেক্ষা রাখে না। এই চন্দ্রযান থ্রি থিম দেখতে যেমন ভিড় জমিয়েছেন ছাত্র ছাত্রীরা তেমনি ভিড় জমিয়েছেন প্রবীণ মানুষ অগণিত অভিভাবক অভিভাবিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =