নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: শনিবার ২৪,জানুয়ারি :: শ্রীরামপুর কলেজ ১৮১৮ সালে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড প্রতিষ্ঠিত করেন, যা ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এবং এটি এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম কলেজ হিসেবে পরিচিত।
গঙ্গার ধারে প্রতিষ্ঠিত এই কলেজের রীতি মেনে সরস্বতী পুজো হয়ে থাকে প্রতি বছর। এবছর তেইশে জানুয়ারি সরস্বতী পুজো। একদিকে দেশনায়কের জন্মদিন পালন হচ্ছে অন্যদিকে পূজিত হচ্ছেন বিদ্যার দেবী মা সরস্বতী। তবে শ্রীরামপুর কলেজে সরস্বতী বন্দনায় এবার রাজনৈতিক ছোঁয়া।
কলেজের মূল দ্বারের সামনে তৈরি করা হয়েছে পূজা মন্ডপ। পুরো প্যান্ডেল জুড়েই রয়েছে উন্নয়নের পাঁচালী ও রাজ্য সরকারের বহুমুখী প্রকল্পের ছোঁয়া। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরা হয়েছে। এবং তার মধ্যেই পূজিত হচ্ছেন দেবী সরস্বতী।
শ্রীরামপুর কলেজের সরস্বতী পূজা মানেই যেন এক আলাদা উৎসব শুধুমাত্র যে শহরের মানুষ তা নয় দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সরস্বতী পুজো দেখার জন্য। ডেনিস উপনিবেশ শ্রীরামপুরেও এই সরস্বতী পুজো দেখতে আসা আর্জেন্টিনা বাসী ফ্রেমবন্দী করেন উন্নয়নের পাঁচালীতে পূজিত হওয়া দেবী সরস্বতীকে।

