নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৫,জানুয়ারি :: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন রেড রোডে বেপরোয়া গাড়ির ধাক্কা গার্ডরেলে। এই ঘটনায় ফিরল ১০ বছর আগের স্মৃতি।
২০১৬ সালের ১৩ জানুয়ারি ভোরে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন একটি বেপরোয়া গাড়ি সেখানে ঢুকে পড়ে। সেই গাড়ির ধাক্কায় বিমানবাহিনীর কর্পোরাল অভিমন্যু গৌড়ের মৃত্যু হয়। চালক সহ গাড়িটিকে আটক করেছে ময়দান থানার পুলিশ।

