নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: হাবরা :: রবিবার ২৫,জানুয়ারি :: শনিবার রাতে হাবরা থানার অন্তর্গত বনমনিয়া চৌমাথার কিছু আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। জানা যায়, হরিণঘাটা থানার নগরউখড়া সিঙা গ্রামের বাসিন্দা আব্দুল খালেক মিয়া (৬০) কলকাতা থেকে হাবরায় ট্রেনে নেমে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
তিনি কলকাতার একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ করেন। এদিন রাতে হাবরা থেকে নগরউখড়াগামী একটি মোটরসাইকেল সাইকেল আরোহী আব্দুল খালেককে ধাক্কা মারলে রাস্তার পাশে ছিটকে গিয়ে পড়ে যায়। তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আব্দুল খালেক মিয়া-কে মৃত বলে ঘোষণা করেন। ভ্যানচালক মহম্মদ তাহেবুব মিয়া দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসার পর তিনি একই গ্রামের বাসিন্দায় আব্দুল খালেক মিয়া-কে চিনতে পারেন। মৃতের বাড়িতে খবর পাঠানো হয়েছে।
পুলিশ এসে দুর্ঘটনাস্থল থেকে মোটরবাইক ও সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও মোটরবাইক চালককে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে কীভাবে পথ দুর্ঘটনাটি ঘটলো।
যদিও হাবরা নগরউখড়া রোডে বেশ কয়েকটি জায়গায় বাম্পার থাকা সত্ত্বেও রাতে দ্রুতগতিতে বাইক ও মালবাহী গাড়ি চলাচল করে। এদিন ওই বাইকের গতি বেশি থাকার ফলে এই ঘটনা ঘটেছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনার পর সিঙা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

