নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: রবিবার ২৫,জানুয়ারি :: নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হলো নান্দনিক ভাষা উৎসব ও মেলা ২০২৬।
কৃষ্ণনগর রবীন্দ্রভবনে উৎসবের শুভ সূচনা পর্বে উপস্থিত ছিলেন নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত সহ নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ মহুয়া মৈত্র ও অন্যান্য বিশিষ্টজনেরা। রাজ্য সরকারের উদ্যোগে নদিয়া ভাষা উৎসব ও মেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
অনুষ্ঠানের সূচনা পর্ব রবীন্দ্রভবন সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হলেও কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে প্রতিদিন মেলা প্রাঙ্গণে শিল্পী, কবি ,সাহিত্যিক থেকে শুরু করে বিশিষ্ট অতিথি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। একই সাথে নদিয়া নামে একটি বইয়ের ও শুভ সূচনা হয়। আশা, উৎসবের অনুষ্ঠানের মাধ্যমে।

