নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ২৫,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট দরবার শরীফে এলেন ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির।
প্রথমে বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন সাহেবের মাজার জিয়ারত করেন হুমায়ুন কবির। তারপর জাতীয় কংগ্রেসের নেতা পীরজাদা খোবায়েব আমিনের সঙ্গে দীর্ঘক্ষণ চলে বৈঠক।
তবে কি নিয়ে বৈঠক তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। উত্তর ২৪ পরগনার বসিরহাট সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়ায় বসিরহাট দরবার শরীফে কংগ্রেস নেতা খোবায়েব আমিন এর সঙ্গে বৈঠকের পরেই তৈরি হয়েছে নানা জল্পনা।
হুমায়ুন কবীর আরও বলেন রেজিনগরে ও ভরতপুর থেকে দাঁড়াবো যদি মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় আমি তাদের হারাবো।

