সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: রবিবার ২৫,জানুয়ারি :: সামান্য কুল পাড়া নিয়ে দুই পরিবারের বচসার মাঝে গুলি চলার অভিযোগ। এই গন্ডগোলে জখম হয়েছে দু’জন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে।
রফিকুল মোল্লা, নাজমুল হক মোল্লা, হাকিমুল মোল্লারা দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার মেরিগঞ্জ-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ার বাসিন্দা। গাছ থেকে কুল পাড়া নিয়ে তাদের মধ্যে বচসা হয়। অভিযোগ, রফিকুল সেই সময় বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। বন্দুকের বাট দিয়েও মারধর করে নাজমুল এবং হাকিমুলকে।
মাথা ফেটে রক্তাক্ত হয় দু’জন। স্থানীয় বাসিন্দারা গুলি চালানোর কথা বললেও পুলিশ এখনও তা নিশ্চিত করেনি। জেলা পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন, এ পর্যন্ত গুলি চলার কোনও প্রমাণ মেলেনি। কী হয়েছিল খতিয়ে দেখা হচ্ছে , গোটা বিষয়টি তদন্ত চলছে।
কুলতলি থানার পুলিশ মূল অভিযুক্তকে আটক করেছে। ওই নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ।

