দমকল দপ্তর পরিদর্শনে বিধায়ক শংকর ঘোষ

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২৫,জানুয়ারি :: দেশবন্ধু পাড়া সমেত শহরের বিভিন্ন এলাকায় বিগত দিনে ঘটে যাওয়া একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শনিবার শিলিগুড়ি এসএফ রোডে দমকল দপ্তর পরিদর্শন যান বিধায়ক শংকর ঘোষ।দমকল বিভাগের যাবতীয় পরিকাঠামো, প্রস্তুতি ও সক্ষমতা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন বিধায়ক শংকর ঘোষ। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ দমকল আধিকারিকদের সাথে আলোচনা পর্ব সারেন।

ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধ করবার ক্ষেত্রে পাশাপাশি দ্রুত উদ্ধারকাজ নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সেই সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন শংকর ঘোষ।

এছাড়া শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিনিরাপত্তা জোরদার করবার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেন। প্রসঙ্গত শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার কারণে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এরকম পরিস্থিতিতে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের দমকল দপ্তর পরিদর্শন ও মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 12 =