সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কলকাতা ডেস্ক :: রবিবার ২৫,জানুয়ারি :: আবহাওয়া দপ্তর বলছে, এ যাত্রায় আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই।
ভোর বা সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই বাড়বে উষ্ণতা। গরমের অনুভূতিও হতে পারে দিনে। হাওয়া অফিস বলছে, একাধিক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ওঠা-নামা করছে।
বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর। ২৬ তারিখ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। সবমিলিয়ে পাল্টি মারছে আবহাওয়া। আবার আবহাওয়া দপ্তর বলছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী সপ্তাহের শুরু থেকেই।
রবিতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সম্ভাবনা। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশা থাকবে।
দৃশ্যমানতা থাকতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে। এর মধ্যে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূমে বেশি কুয়াশা পড়বে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় রবিবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আপাতত। কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে কিছু কিছু অংশে।
আগামী সাত দিনে শুষ্কই থাকবে রাজ্যের আবহাওয়া। নতুন করে বড়সড় পারদ পতনের সম্ভাবনা নেই আপাতত।

