মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালিয়াচক–১ ব্লকের কালিয়াচক হাই স্কুল মাঠে অনুষ্ঠিত SIR হিয়ারিং ক্যাম্পকে কেন্দ্র করে এক প্রতিবাদী পথসভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৫,জানুয়ারি :: SIR হিয়ারিং ক্যাম্প ঘিরে প্রতিবাদী পথসভা যুব তৃণমূলের, কংগ্রেসকে তীব্র কটাক্ষ প্রসেনজিৎ দাসের মালদা জেলা

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালিয়াচক–১ ব্লকের কালিয়াচক হাই স্কুল মাঠে অনুষ্ঠিত SIR হিয়ারিং ক্যাম্পকে কেন্দ্র করে এক প্রতিবাদী পথসভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রসেনজিৎ দাস বলেন, “জাতীয় কংগ্রেস এখন বিজেপির দালালে পরিণত হয়েছে। মালদা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় কংগ্রেসের সাংসদ ইশা বাবুকে উপস্থিত থাকতে দেখা গেছে, যা তাদের দ্বিচারিতা স্পষ্ট করে।”

তিনি আরও কটাক্ষ করে বলেন, “সংসদের বোন মৌসুম বেনজির নূর হচ্ছেন ‘সুখের পায়রা’—যেদিকে সুখ সেদিকেই উড়ে যান। আগে তৃণমূলে ছিলেন, এখন কংগ্রেসে চলে গেছেন।”

এদিন যুব তৃণমূলের কর্মী ও সমর্থকেরা SIR হিয়ারিং ক্যাম্প পরিদর্শন করেন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি হিয়ারিংয়ে অংশ নিতে আসা সাধারণ মানুষের মধ্যে জল ও হালকা খাবার বিতরণ করা হয়।

যুব তৃণমূল নেতৃত্বের দাবি, “আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি। মানুষের স্বার্থে আমাদের এই আন্দোলন চলবে এবং ভবিষ্যতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + twenty =