নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মেমারি :: সোমবার ২৬,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মেমারিতে গ্যারেজে অগ্নিকাণ্ড দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
গ্যারেজ থাকে বন্ধ, আর সেই বন্ধ গ্যারেজে রবিবার রাতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। কিভাবে লাগলো আগুন ! কেউ কি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে নাকি অন্য কোন কারণ।
এদিন রাতে হঠাৎ সেই গ্যারেজে আগুন লাগে। জানা যায় মেমারির হাট পুকুরের কাছে একটি গ্যারেজে আগুন লাগছে দেখে স্থানীয় মানুষজন। তড়িঘড়ি খবর দেয় মেমারি থানার পুলিশ ও দমকল বিভাগে। দ্রুততার সাথে মেমারি দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর মধ্যেই ওই দোকানের মালিক এবং দোকানের কার্যকর্তারা এসে উপস্থিত হন। তিনি বলেন অ্যাজবেস্টারের ছাউনি ছিল এবং সেই ছাউনের উপরে গাছের পাতা পড়েছিল সেই পাতা থেকেই এই আগুন লেগেছে। তবে ভিতরে কোন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি।
আশেপাশে কোথাও আগুন ধরানো হয়েছিল এবং সেখান থেকেই আগুন এসে ওই পাতায় পড়ে ও তারপরেই আগুন লেগে যায় ওই দোকানে। জানা যায় ওই দোকানের মালিকের নাম আব্দুল সালাম মন্ডল এবং তার ছেলে আফতার ইসলাম মন্ডল ।

