নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২৬,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক ব্লকে তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা আজ দলীয় পতাকা নিয়ে ভোট রক্ষার দাবিতে প্রতিবাদ মিছিলের নামেন।
বসিরহাট এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সারিফুল মন্ডলের নেতৃত্বে সোলাদানা পেট্রোল পাম্পে নেতাকর্মী সমর্থকরা আজকে মিছিল শুরু করে প্রায় এক কিলোমিটার পদযাত্রার মধ্যে সোলাদানা এফপি স্কুল মাঠ ওখানে প্রতিবাদ সভা করবেন ।
ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হবে বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশনকে দিয়ে চক্রান্ত করে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে এসআইআর এর নামে মানুষকে হয়রানি করছে এর জন্য বহু মানুষ ইতিমধ্যে মারা গেছে রাজ্যে ।
পাশাপাশি আতঙ্কিত অসুস্থ এরই প্রতিবাদে তাদের আন্দোলন বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে। শহীদ বেদীতে মাল্যদান করেন বসিরহাট তৃণমূল কংগ্রেসের বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বসিরহাট ১ নম্বর ব্লকের আইএনটিটি ইউ এর সভাপতি শফিকুল দফাদার্ ।
নিন্দারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাপ মন্ডল যুব সভাপতি গোলাম মোস্তফা ব্লক সভাপতি সারিফুল মন্ডল বলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই প্রতিবাদ মিছিল।
যেভাবে এস আই আর নামে মানুষ হয়রানি হচ্ছে আতঙ্কগ্রস্থ ১২৭ জন মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোট রক্ষার দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল

