গোটা দেশের সাথে কোচবিহারে পালিত হল ৭৭ তম প্রজাতন্ত্র দিবস

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৬,জানুয়ারি :: গোটা দেশের সাথে কোচবিহারে পালিত হল ৭৭ তম প্রজাতন্ত্র দিবস । এদিন কোচবিহার স্টেডিয়ামে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়।

এদিন ঠিক ৯ টা বেজে ৫ মিনিট পতাকা উত্তোলন করেন জেলা শাসক রাজু মিশ্রা। পতাকা উত্তোলনের পরে মার্চ পাস্ট পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নের প্রকল্পের ট্যাবলো প্রদর্শন হবার পর বিভিন্ন স্কুলের নৃত্য অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 7 =