নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২৭,জানুয়ারি :: ২০২৬ সালে পদ্ম বিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী—এই তিন বিভাগ মিলিয়ে মোট ১৩১ জনকে পদ্মসম্মানে ভূষিত করা হচ্ছে। এই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে ১১ জন বঙ্গভাষী ও বঙ্গবাসী।
তবে উল্লেখযোগ্য ভাবে, এ বছর পশ্চিমবঙ্গ থেকে কেউ পদ্মবিভূষণ বা পদ্মভূষণ পাচ্ছেন না। বাংলার ১১ জন সম্মান প্রাপকই পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন বলে জানানো হয়েছে।
প্রতি বছরের মতোই সাহিত্য, শিল্প, খেলা, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও সমাজসেবার মতো নানা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হচ্ছে।
এ বছর পদ্মশ্রী পাচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম স্তম্ভ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
বড়পর্দার পাশাপাশি টেলিভিশন ও ওয়েব সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকমনে নিজের জায়গা পোক্ত করেছেন তিনি।
শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন অশোককুমার হালদার। মালদহের বাসিন্দা অশোককুমার হালদার কর্মজীবন শুরু করেছিলেন রেলের নিরাপত্তাকর্মী হিসেবে।
পরবর্তীকালে তিনি দলিত সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন। তাঁর দীর্ঘ সাহিত্যচর্চা ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান।
পূর্ব বর্ধমান জেলার গর্ব, বিশিষ্ট তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথও এ বছর পদ্মশ্রী পাচ্ছেন। গত প্রায় চার দশক ধরে তিনি জামদানি শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। হাতেকলমে ১০ হাজারেরও বেশি তাঁতশিল্পীকে প্রশিক্ষণ দিয়ে বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।
এছাড়াও পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন প্রখ্যাত তবলাবাদক কুমার বসু। বেনারস ঘরানার এই শিল্পী ২০০৭ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন। রাজ্য সরকারের তরফ থেকেও তিনি একাধিকবার সম্মানিত হয়েছেন।
সব মিলিয়ে, এ বছরের পদ্মশ্রী সম্মান বাংলার শিল্প-সংস্কৃতি ও সৃষ্টিশীলতার ক্ষেত্রকে নতুন করে জাতীয় স্তরে তুলে ধরল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

