ভারতীয় জনতা পার্টির সদস্যের আয়োজনে দেশমতৃকা ও গাছ পুজার মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ২৭,জানুয়ারি :: আজ দেশের বিভিন্ন প্রান্তে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল বিভিন্ন ধরনের দেশ ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে। তার মধ্যে উল্লেখযোগ্য মাথাভাঙ্গা শহরের স্থানীয় সুভাষপল্লীতে দেশমতৃকার পূজা।

ভারতীয় জনতা পার্টির সদস্যের আয়োজনে দেশমতৃকা ও গাছ পুজার মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন ।স্থানীয় পুরোহিতের কাছে জানলাম যে দেবী দুর্গা রূপে এখানে দেশ মাতৃকার পূজা করা হবে এবং তার একইসঙ্গে আরেকটা অভিনব জিনিস প্রত্যক্ষ করলাম সেটা এই যে দেশ মাতৃকার ১০ম বার্ষিক পূজার আগে বৃক্ষ পুজন।

ঠিক  ১০ বছর আগে যখন এই পুজোর প্রচলন হয় ঠিক সেই সময় একটা পাকুর গাছ রোপন করেছিলেন আয়োজকরা, সেই বৃক্ষের আজ ১০ তম জন্মদিনও বটে। আয়োজকরা প্রথমে এই দেশ মাতৃকার পুজোর আগে এই পাকুর গাছের জন্মদিন পুজো পালন করলেন এটাও একটা তাৎপর্যপূর্ণ বিষয়।

বৃক্ষকে দেবতার রূপে শ্রদ্ধা করা এবং তার পুজো করা আজকের পরিবেশ প্রকৃতির যেভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে সেখানে দাঁড়িয়ে এটাও একটা বড় বার্তা দিলেন সমাজকে আয়োজকরা বললেন তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 13 =