কাঞ্চনজংঘা স্টেডিয়ামে ৪৯ তম দার্জিলিং জেলা মহিলাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৭,জানুয়ারি :: শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ৪৯ তম দার্জিলিং জেলা মহিলাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। এদিন সকাল থেকেই শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

উদ্যোক্তারা জানিয়েছেন ৪০০ জনের উপরে প্রতিযোগিনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এবারে তাদের এই ক্রীড়া প্রতিযোগিতা ৪৯ তম বর্ষে পদার্পণ করল।

আগামী বছর ৫০ তম বর্ষ, উদ্যোক্তারা জানিয়েছেন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে আগামী বছর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন ইভেন্ট ছিল, উল্লেখ্য ৬০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, লং জাম্প ,হাই জাম্প সহ আরো বেশ কিছু ইভেন্ট ছিল। প্রত্যেকটি ইভেন্টের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =