নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ২৭,জানুয়ারি :: জামালদা নাবালিকা ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে আজ নির্যাতিতার বাড়িতে পৌঁছান বিজেপির শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল বর্মন এবং কুচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মোর্চার নেতৃবৃন্দ, জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা মিতালী রায়, সম্পাদিকা সুশীলা রায়, মেখলিগঞ্জ মণ্ডল সভাপতি সঞ্জীব রায় সহ আরও অনেকে।
বিজেপি নেতৃত্ব নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং এলাকাবাসী ও প্রতিবেশীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। তাঁরা জানান, এই নৃশংস ঘটনা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে এবং এমন অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা যায় না।
প্রসঙ্গত, অভিযুক্ত এনামুল মিঞা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দোষীর বিরুদ্ধে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি নির্যাতিতা ও তাঁর পরিবারের পাশে দল সবসময় থাকবে—এই আশ্বাসও দেওয়া হয়।

