নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ২৮,জানুয়ারি :: সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীন দুর্গাপুরের রাজীব গান্ধী ময়দানে আয়োজিত কমল মেলায় যোগ দিয়ে স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে যুবশক্তিকে উজ্জীবিত করার ডাক দেন।
তিনি বলেন, যুব সমাজই দেশের ভবিষ্যৎ এবং স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আজও পথ দেখায়। দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই কমল মেলা।
মঙ্গলবার রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন নীতিন নবীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ-সহ দলের একাধিক শীর্ষ নেতা।

