নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বুধবার ২৮,জানুয়ারি :: সরস্বতী পুজো থেকে টানা চারদিনের জন্য বাংলায় বন্ধ ব্যাঙ্ক। এরপর ২৭ শে জানুয়ারি মঙ্গলবারও বন্ধ ছিল ব্যাঙ্কগুলি। সপ্তাহে ৫ দিন করে কর্মদিবসের দাবিতে ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়নগুলি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল। এই পরিস্থিতিতে ব্যাঙ্কগুলি ধর্মঘট পালন করে।
উল্লেখ্য, সরস্বতী পুজো উপলক্ষে বাংলায় ২৩ জানুয়ারি ব্যাঙ্ক ছুটি ছিল। এরপর ২৪ তারিখ ছিল মাসের চতুর্থ শনিবার। আর ২৫ জানুয়ারি রবিবার। সোমবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্ধ ছিল ব্যাঙ্ক।
এরপর ২৭ তারিখও ধর্মঘটের জন্য ব্যাঙ্ক বন্ধ ছিল। ফলে গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হলো। বুধবার থেকে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম শুরু হল।

