সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বকখালি :: বুধবার ২৮,জানুয়ারি :: উপকূলীয় নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বুধবার বকখালি উপকূল থেকে শুরু হল ‘বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথন’, একটি দীর্ঘ ২৫ দিনের সাইকেল র্যালি।
এই বিশেষ উদ্যোগ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ রচনার ১৫০তম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে।
র্যালি ২৮ জানুয়ারি ২০২৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বকখালি এবং গুজরাটের লকপথ ফোর্ট থেকে পৃথক দুটি দল ৯টি উপকূলীয় রাজ্য অতিক্রম করবে।
র্যালির মূল লক্ষ্য হলো উপকূলীয় নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করা।
বুধবার সকালে বকখালি উপকূল থেকে র্যালি শুরু হয়। সিআইএসএফের আধিকারিকরা। অংশগ্রহণকারীরা র্যালি চলাকালীন বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা, স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত সচেতনতামূলক বার্তা প্রচার করবেন।সিআইএসএফের ডিআইজি কেপি সিং বলেন, “এই র্যালির মাধ্যমে আমরা শুধু নিরাপত্তা সচেতনতা বাড়াই না, বরং মানুষকে দেখাই কীভাবে সাইকেল চালনার মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখা যায় এবং পরিবেশ বান্ধব জীবনধারা গ্রহণ করা যায়।” এই র্যালিতে ১৩০ জন সিআইএসএফ কর্মীরা অংশগ্রহণ করেছে।

