নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: তেহট্ট :: বুধবার ২৮,জানুয়ারি :: আবারও এস আই আর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম আহিবা খাতুন। তার বাড়ি নদীয়ার তেহট্ট থানার পাথরঘাটা এলাকায়।
পরিবার সূত্রে খবর, তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এই আতঙ্কে তার হৃদরোগ হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। পরিবার সূত্রে আরো জানা যায় গত বাইশে জানুয়ারি তার জন্য নোটিশ এসেছিল।
নোটিশ পাওয়া মাত্রই সে মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে। শুনানিতে কিছু অঘটন ঘটলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এই আশঙ্কায় ছিলেন তিনি।
আজ তার শুনানির দিন ছিল আর তার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। তার বাড়িতে নোটিশ আসার কারণ আহিবা বিবিরা মোট সাত ভাই বোন।
কিন্তু নোটিশে জানতে পারে পাঁচ ভাই বোন তারা বর্তমান আর দুজনের নাম নেই। আর সেই কারণে বাপের বাড়িতে যাবতীয় নথি আনতে গিয়েছিল আহিবা বিবি।
যদিও সেখানে গিয়ে তিনি গোটা বিষয়টি জানতে পারেন যে তাদের দুই ভাই বোনের বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি এরপরেই আতঙ্কিত হয়ে পড়ে সে। আহিবা বিবির তিন সন্তান রয়েছে স্বামী শারীরিক অসুস্থ।
এই পরিস্থিতিতে তিনি যদি প্রয়োজনীয় নথি জমা না দিতে পারে তাহলে তাকে বাংলাদেশ পাঠিয়ে দোয়া হতে পারে এই আতঙ্কেতেই তিনি ছিলেন।
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল সেখানে অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শক্তিনগর জেলা হাসপাতাল থেকে পাঠানো হয় কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সেখানেই তার মৃত্যু হয়।
মৃত্যুর কারণ জানাতে গিয়ে তার পরিবারের লোক দাবি করে এসআইআর আতঙ্কে তিনি মানসিক দিক দিয়ে প্রচন্ড ভেঙে পড়েছিলেন। অসুস্থ স্বামী এবং সন্তানদের ছেড়ে তাকে বাংলাদেশ চলে যেতে হতে পারে। এই আতঙ্কেই হৃদরোগ হয়েছে বলে দাবি করেছে তার পরিবার

