নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ২৮,জানুয়ারি :: একদিন নিখোঁজ থাকার পর এক বৃদ্ধার রহস্যজনক দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় । মৃত গৃহবধুর ছেলের দাবি গলায়, হাতে, কানের পড়ে থাকা সোনার লোভেই খুন করা হয়েছে তার মাকে। জানা গেছে মৃত ওই বৃদ্ধার নাম লক্ষী ঘোষ।
তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা নশরতপুর পঞ্চায়েতের জালুইডাঙ্গা এলাকায়। বাড়ি থেকে একটু দূরে একটি জায়গায় তার কানে হাতে আঘাতে ছিন্ন সহ বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তারাই খবর দেয় তার বাড়ির লোককে।
গৃহবধূর গলার কানের ও হাতের সোনার সমস্ত অলংকার মিসিং, শরীর ও রয়েছে আঘাতের চিহ্ন, সোনার লোভেই খুন করা হয়েছে দাবি মৃতের পরিবারের। খবর পেয়ে রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক ঘটনাস্থলে এসে মৃতের পরিবারের সাথে কথা বলেন। তিনিও সঠিক তদন্তের আশ্বাস দেন।

