নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বুধবার ২৮,জানুয়ারি :: জন্মদিন পালন না করে দুয়ারের পাড়ায় কম্বল বিতরণ। মাথাভাঙ্গা সন্তান দলের সম্পাদক অজিত বর্মণ ২৭ শে জানুয়ারি মঙ্গলবার জন্মদিনের অর্থ বাঁচিয়ে দুয়ারের পাড়ায় কম্বল বিতরণ করলেন ।
তিনি জানান আমার সামর্থ অনুযায়ী ১১০ টি কম্বল হাজরা হাট ১ নং গ্রাম পঞ্চায়েতের পখিহাগা,ছাটপখিহাগা, অন্দরান পখিহাগা,বালাসী, বিতরন করা হয়। আগামী ৩০ শে জানুয়ারি শিকারপুরেও বিতরণ করা হলো।
আমি করছি আমার সামর্থ্য অনুযায়ী আমি শুধু দিতে পেরেছি এটাই আমার প্রাপ্তি ও আত্মতৃপ্তি ।
টোটো ও বাইকে করে দুয়ারের পাড়ায় বিলি করা হয়। সাথে সন্তান দল মাথাভাঙ্গা মহকুমা কমিটির সদস্য ও হাজরা হাট ১ নং গ্রাম পঞ্চায়েতের সমাজসেবী উত্তম রায় বসুনিয়া, নীলকান্ত চৌধুরী,রফিক মিয়া, রঞ্জিত কুমার সাহা, প্রমূখ উপস্থিত ছিলেন।

