নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বুধবার ২৮,জানুয়ারি :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে আজ বাংলার বাড়ি এবং পাট্টা বিতরণ শুরু করলেন। মুখ্যমন্ত্রীর ওই ভার্চুয়াল অনুষ্ঠান দেখলেন মুর্শিদাবাদ জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিক এবং মুর্শিদাবাদ জেলা সভাধিপতি সহ আমজনতা।
বুধবার দুপুরে বহরমপুরের কালেক্টরেট ক্লাবে ওই ভার্চুয়াল অনুষ্ঠান শেষে জেলার বন্যা কবলিত ২০০০ মানুষকে পাট্টা বিতরণ করা হলো। যা রাজ্যের রেকর্ড। মুর্শিদাবাদ জেলাশাসক জানিয়েছেন, আজ রাজ্যে মোট ৪ হাজার পাট্টা বিলি করা হয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদের ২ হাজারের বেশি পাট্টা বিলি করা হলো।
একইসঙ্গে ১ লক্ষ ২৩ হাজার বাড়ি দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে পাট্টা পেয়ে স্বাভাবিকভাবে খুশি হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উপভোক্তারা। পাট্টা পেয়ে তারা বাড়ি করবেন বলে জানাচ্ছেন।
বহরমপুরের ৮৫ বছরের এক বৃদ্ধা শেষ বয়সে পাট্টা নিতে এসেছিলেন। হুইল চেয়ারে বসে থাকতে দেখে মঞ্চ থেকে নেমে এসে মুর্শিদাবাদ জেলাশাসক ওই বৃদ্ধার হাতে পাট্টা তুলে দিলেন। জেলা প্রশাসনকে এবং মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন ওই বৃদ্ধা এবং তার মেয়ে।

