নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বৃহস্পতিবার ২৯,জানুয়ারি :: ফাঁকা বাড়ি থেকে কলেজ অধ্যাপকের দেহ উদ্ধার। চাঞ্চল্য দিনহাটায়। অমিতাভ দত্ত নামের দিনহাটা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ওই অধ্যাপক শহরের বোডিংপাড়া এলাকায় নিজের বাড়িতে একাই থাকতেই।
স্ত্রী ও কন্যা কর্মসূত্রে কলকাতায় থাকত। গতকালও তিনি কলেজের পরীক্ষার ডিউটি করেছিলেন। কিন্তু আজ সারাদিন বাড়ি থেকে তিনি বের হননি। রাতেও বের না হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে তারাই খবর দেয় স্থানীয় দিনহাটা থানায় ও দমকল বিভাগে।পুলিশ এসে ঘরের দরজা ভেঙে বিছানা থেকে তার দেহ উদ্ধার করে। অত্যন্ত নম্র এবং ভদ্র স্বভাবের মানুষ হিসাবে অধ্যাপক অমিতাভ দত্তের জেলা জুড়ে বিশেষ সুনাম রয়েছে।
তার এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষার্থী মহল এবং দিনহাটা জুড়ে। অপরদিকে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে

