এস আই আর নিয়ে মুখ্যমন্ত্রীর কৈয়ফতের দাবী। না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসা মৌসম নূরের

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৯,জানুয়ারি :: এস আই আর নিয়ে মুখ্যমন্ত্রীর কৈয়ফতের দাবী। না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসা মৌসম নূরের।

তৃণমূলের সাংসদ পদ ছেড়ে আসা মৌসমের এক মাসও হয়নি, এরই মধ্যে সরাসরি SIR নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব দাবি করে কার্যত ডেড লাইন বেঁধে দিলেন কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর।এস আই আর এর নামে সাধারণ মানুষকে হয়রানি এবং বিজেপি ও তৃণমূলের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ মালদহ শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ ও ডি এম অফিস ঘেরাও কর্মসূচি ছিল জেলা কংগ্রেসের।

সেই মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরী, মৌসম বেনজির নূর সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। এই ভরা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মৌসম বেনজির নূর জানান, SIR হতে দেবো না। কে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এখন এই SIR কে করছে রাজ্য সরকারের প্রশাসন করছে।

মুখ্যমন্ত্রীর কাছে এর জবাব চাই আমরা। আমরা বাংলাদেশী না রোহিঙ্গা যে আমাদের সাথে এস আই আর এর নাম করে এইভাবে হয়রানি এবং হেনস্থা করছে সরকার।

এদিকে মৌসমকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, মুখ্যমন্ত্রীর দয়ায় এমএলএ হয়েছেন দুবার এমপি হয়েছেন। এতদিন পর ঘুম কাটলো তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =