বিদায়ী ভাষণে পুলিশ বাহিনীকে রুখে দাঁড়ানোর বার্তা রাজীব কুমারের

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৯,জানুয়ারি :: ৩১ জানুয়ারি শেষ হচ্ছে রাজ্যের ডিজি রাজীব কুমারের কার্য্যকাল । আলিপুর বডিগার্ড লাইনে তাঁর বিদায়ী ভাষণে তিনি বলেন কথা নয়, কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে যে এই বাহিনী দেশের অন্যতম সেরা।

রাজীব কুমারের মতে, পুলিশের প্রধান অলঙ্কার হলো সাহস। তবে তাঁর কাছে সাহসের সংজ্ঞা কেবল বলপ্রয়োগ নয়। তিনি বলেন, “সাহস মানে রুখে দাঁড়ানো এবং নিজের সিদ্ধান্তে অবিচল থাকা। অনেক কঠিন চ্যালেঞ্জ আসবে, কিন্তু সৎসাহস থাকলে সব মোকাবিলা সম্ভব।”

পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্বের কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, এই রাজ্য তিনটি দেশের (নেপাল, ভুটান ও বাংলাদেশ) সীমান্তে অবস্থিত। তাই ভূ-রাজনৈতিকভাবে এ রাজ্যের পুলিশের দায়িত্ব বাকিদের চেয়ে অনেক বেশি।

পুলিশের সাফল্য কেবল পদমর্যাদায় সীমাবদ্ধ নয় বলে মনে করেন রাজীব। মাওবাদী দমন থেকে শুরু করে দুর্গাপুজো বা গঙ্গাসাগরের মতো মেগা ইভেন্ট সামলানো— সব ক্ষেত্রেই পুলিশ সফল। তাঁর কথায়, “হোমগার্ড থেকে সিভিক— আমরা সবাই একটা পরিবার। এই একতাই আমাদের শক্তি।”

‘ভারপ্রাপ্ত’ ডিজি রাজীব কুমার । পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করেন ।

রাজীব কুমার ৩১ জানুয়ারি অবসর নিলেও রাজ্য পুলিশের পরবর্তী ‘স্থায়ী’ ডিজি কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ২০২৩ সালের ডিসেম্বরে মনোজ মালবীয়র অবসরের পর থেকেই রাজ্যে কোনো স্থায়ী ডিজি নেই। এবার দেখার কেন্দ্র রাজ্যের পাঠানো তালিকা থেকে কাকে ডিজি হিসাবে বেছে নেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − twelve =