নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ৩০,জানুয়ারি :: প্রতিদিনের মতো বুধবার স্কুলে এলেও পড়ুয়াদের ক্লাস না করিয়ে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন একাধিক অভিভাবক।
সেই অভিযোগের ভিত্তিতেই চুঁচুড়ায় হুগলি জেলা শিক্ষাভবনে জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই)-এর কাছে জবাবদিহি চাইতে যান বিজেপি নেতা-নেত্রীরা।
অভিযোগ, ডিআই অফিসে পৌঁছে তাঁরা দেখেন কোলাপসিবল গেটে তালা দিয়ে অফিসের কর্মীরা বেরিয়ে গিয়েছেন। এরপর বিজেপির মহিলা মোর্চার সদস্যরা গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তালা ভাঙার চেষ্টারও অভিযোগ ওঠে। কিছু সময়ের জন্য এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের মধ্যস্থতায় কয়েকজন প্রতিনিধিকে ডিআই অফিসে ঢুকে কথা বলার সুযোগ দেওয়া হয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। এ দিন ডিআই-এর সঙ্গে সাক্ষাৎ করার পর বেরিয়ে এসে শিক্ষাভবনের দেয়ালে ‘তৃণমূল ভবন’ লেখা পোস্টার সাঁটিয়ে দেন বিজেপি নেত্রীরা।
এ বিষয়ে ডিআই (মাধ্যমিক) সত্যজিৎ মণ্ডল জানান, নালিকুলের সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ তাঁকে বিষয়টি আগে থেকে কিছু জানায়নি। তিনি বলেন, “অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
অভিভাবকদের অভিযোগের সত্যতা এবং স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তদন্তের দিকেই এখন নজর সকলের।

