আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ ও ট্রাফিক আধিকারিকদের নিয়ে বৈঠকের পর প্রশাসন তৎপর হয়ে উঠেছে।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শুক্রবার ৩০,জানুয়ারি :: আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ ও ট্রাফিক আধিকারিকদের নিয়ে বৈঠকের পর প্রশাসন তৎপর হয়ে উঠেছে। দুর্গাপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সিটি সেন্টারের সত্যজিৎ রায় সরণীতে অবস্থিত বিভিন্ন রেস্তোরাঁ ও শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, রেস্তোরাঁ ও শিক্ষা প্রতিষ্ঠানে আগত মানুষজন যেন কোনওভাবেই রাস্তার ওপর গাড়ি পার্কিং না করেন। সকলকে নির্দিষ্ট পার্কিং জোন ব্যবহার করতে হবে।

যানজট কমাতে ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে রেস্তোরাঁ ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 14 =