হাড়োয়া এস আই আর আতঙ্কে ফের মৃত্যু যুবকের – শোকের ছায়া গ্রামে – গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো বছর ৩৫ এর বাপ্পা মন্ডল

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শুক্রবার ৩০,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাড়োয়া ব্লকের গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুবনপুর গ্রামের ঘটনা ছেলে বছর ৩৫ এর বাপ্পা মন্ডল, স্ত্রী রুনা বিবি, বাবা ইউসুফ মন্ডল,মা সুরাইয়া  বিবি ।চারজনের নামে হেয়ারিং এর নোটিশ ছিল চলতি মাসের ২৩শে জানুয়ারি ভয়েতে সেদিনকে যায়নি। আজ ২৯ শে জানুয়ারি ফের শুনানির দিন ছিল । দীর্ঘদিন ধরে আতঙ্কে ভুগছিল ছেলে বাবা মা ও স্ত্রী পরিবারের সদস্যরা শুনানি পর্বের আগে ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বাপ্পা মন্ডল ।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । মৃত যুবকের পরিবারের দাবি সে ক’দিন ধরে পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করছিল যে উপযুক্ত নথিপত্র কি করে নিয়ে যাবে হেয়ারিং সেন্টারে আতঙ্কগ্রস্ত হয়েছিল মন্ডল পরিবার ।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোপালপুর গ্রামে । গত কয়েকদিন আগে হাড়োয়াতে এসআইআরের মৃত্যু হয়েছিল বয়স্ক বৃদ্ধ। নতুন করে মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোপালপুর গ্রামের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =