নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শুক্রবার ৩০,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাড়োয়া ব্লকের গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুবনপুর গ্রামের ঘটনা ছেলে বছর ৩৫ এর বাপ্পা মন্ডল, স্ত্রী রুনা বিবি, বাবা ইউসুফ মন্ডল,মা সুরাইয়া বিবি ।
চারজনের নামে হেয়ারিং এর নোটিশ ছিল চলতি মাসের ২৩শে জানুয়ারি ভয়েতে সেদিনকে যায়নি। আজ ২৯ শে জানুয়ারি ফের শুনানির দিন ছিল । দীর্ঘদিন ধরে আতঙ্কে ভুগছিল ছেলে বাবা মা ও স্ত্রী পরিবারের সদস্যরা শুনানি পর্বের আগে ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বাপ্পা মন্ডল ।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । মৃত যুবকের পরিবারের দাবি সে ক’দিন ধরে পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করছিল যে উপযুক্ত নথিপত্র কি করে নিয়ে যাবে হেয়ারিং সেন্টারে আতঙ্কগ্রস্ত হয়েছিল মন্ডল পরিবার ।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোপালপুর গ্রামে । গত কয়েকদিন আগে হাড়োয়াতে এসআইআরের মৃত্যু হয়েছিল বয়স্ক বৃদ্ধ। নতুন করে মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্কিত গোপালপুর গ্রামের মানুষ।

